সাতক্ষীরা

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা সম্মেলন

By daily satkhira

April 25, 2019

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চায়না বাংলা শপিং কমপ্লেক্সের কনফারেন্সরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাঃ আব্দুস সাত্তার। এসময় তিনি বলেন, গ্রাম ডাক্তাররা মানুষের চিকিৎসা সেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন মানুষ অসুস্থ্য হলে সর্বপ্রথম গ্রাম ডাক্তারদের সেবা গ্রহণ করেন। তিনি চিকিৎসা প্রদান কে ব্যবসা নয় সেবা হিসেবে গ্রহণ করে গুনগুত মান সম্পন্ন ঔষধ লেখার আহবান করেন। একইসাথে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করে পেশাগত দক্ষতা বৃদ্ধীল অনুরোধ করেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডাঃ আবু ইউসুফ খান বাদল, কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রাম ডাঃ আকবর হোসেন, ডাঃ শেখ আব্দুল হান্নান, জেলা সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল গফফার, সাবেক কেন্দ্রীয় সদস্য ডাঃ আব্দুল মজিদ, দ্যা একমি ল্যাব লি: সিনি: এক্সিকিউটিভ পি এম ডি মিজানুর রহমান, ডি এস এম জামাল উদ্দীন মিয়া, আর এস এম মি. অমিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, দ্যা একমি ল্যাব লিমিটেড। অনুষ্ঠান পরিচালনা করেন, গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সর্বসম্মতক্রমে জেলা ও সদর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করে স্ব স্ব উপজেলা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।