সাতক্ষীরা

প্রাক্তন সুন্দরবন টেক্সটাইল মিলস শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

February 24, 2017

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন টেক্সটাইল মিলের প্রাক্তন শ্রমিক কর্মচারীগণের উদ্যোগে টেক্সটাইল মিলস গেট চত্বরে শুক্রবার বিকাল ৫টায় সমাবেশ অনুষ্ঠিন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিবিএ’র সহ-সভাপতি শেখ তহিদুজ্জামান তোতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক সিবিএ এর সাধারণ সম্পাদক শেখ হারুন উর-রশিদ। বক্তব্য রাখেন সিবিএ এর সাবেক সভাপতি আবুল হোসেন খোকন, সিবিএ নেতা নূরুল ইসলাম, রজব আলী, আব্দুল খালেক, আব্দুস সামাদ, আবুল কাশেম, শৈলেন্দ্র নাথ, নবযান মুছাইদ, আব্দুল আহাদ, লুৎফর রহমান, রিংকু রাণী রায়, জ্যোন্সা আরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৭ ফেব্র“য়ারি খুলনা বিভাগীয় শ্রম আদালতে নজরুল ইসলাম হাওলাদারের জেলা জজ শ্রম আদালত খুলনা এক রায়ে সুন্দরবন টেক্সটাইলস মিলের সাবেক শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের নিজস্ব টাকা যা মিল কর্তৃপক্ষ প্রদান করেনি। সমুদয় টাকা ৭ মার্চের মধ্যে ৭৫৫জন কে ৯৫৩৬ টাকা মাথা পিছু দেওয়ার রায় ঘোষনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ লেবার কোর্টের রায় অনুয়ায়ী আগামী ৭ মার্চ ২০১৭ তারিখের মধ্যে প্রদান করার আহবান জানান। শ্রমিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রখ্যাত শ্রমিক নেতা এড. আ ব ম নূরুল আলম।