সাতক্ষীরা

দলিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

April 27, 2019

নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থ বছরে জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিআরএম এর জেলা সভাপতি দিলীপ দাশ। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে,বিডিআরএম ও নাগরিক উদ্যোগ ঢাকা এর সহযোগীতায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রি। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস, তালা উপজেলা সভাপতি স্বরস্বতী রানী দাস,সাধারণ সম্পাদক প্রবীর দাস, জেলা সা: সম্পাদক দুলাল দাস। উপস্থিত দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিগন সামাজিক বৈষম্যের কথা তুলে ধরেন এবং আগামী বাজেটে ২০০ কোটি টাকা বৃদ্ধির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উদ্দীপ্তের পিপিআরডিটি প্রকল্পের কম্যুনিটি অর্গানাইজার জুয়েল সরকার, প্রোগ্রাম এ্যন্ড ফাইন্যান্স অফিসার সদয় দাশ, প্রমুখ এবং বিডিইআরএম এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মী ও দলিত জনগোষ্ঠী ।