নিজস্ব প্রতিবেদক : নুসরতসহ সম্প্রতি ঘটে যাওয়া সকল হত্যাকান্ড ও নারী নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ল স্টুডেন্টস ফোরামের আয়োজনে শনিবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা ল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা এড. এস এম হায়দার। ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক এস এম বিপ্লবের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন, ল কলেজের সিনিয়র প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী,ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, কাজী সাহাবুদ্দিন সাজু, সিনিয়র সদস্য দেবাশিষ চক্রবর্তী, অসীম হায়দার, ইখতিয়ার উদ্দীন, ইলোরা আরবি, সুরঞ্জন ঢালী, অহিদুল ইসলাম, প্রবল সানা, কাকলি, সাম্মি, মনিকা, উর্মি, শীলা, রুনা প্রমুখ। মানববন্ধনে বক্তারা নুসরতসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকান্ড এবং নারী নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অবিলম্বে দোষী গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা দেশে আর না ঘটে।