জাতীয়

উখিয়ায় সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

By daily satkhira

April 27, 2019

দেশের খবর: সীমান্ত শহর টেকনাফ আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি ধারাবাহিক নিহত হওয়া এবং পুলিশের হাতে ইয়াবা কারবারিদের আত্মসর্মপনের ঘটনার পর থে‌কে টেকনাফে বড় ধরনের ইয়াবার চালান পাচারের ঘটনা কমলেও বে‌ড়ে‌ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ইয়াবার চালানের পাচার।

শুক্রবার রাত আড়াইটার দিকে ইয়াবার একটি বড় চালান বালুখালী ক্যাম্প ঢুকার পর ইয়াবা কারবারিদের ধাওয়া করে পুলিশ সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদে একদল পুলিশ বালুখালী পানবাজারের প্রায় আধা কিলোমিটার দক্ষিণ সড়কের সেতুর নিচে ওৎ পে‌তে থাকে। রাত আড়াইটার দিকে ৪/৫ জন ইয়াবার চালান নিয়ে সেতু পার হতেই তাদের ধরার জন্য হানা দিলে তারা চালানটি রাস্তায় ফে‌লে পালিয়ে যায়।

তিনি বলেন, পুলিশের সাথে থাকা স্থানীয় চৌকিদার জুনু পালিয়ে যাওয়া ইয়াবা কারবারিদের মধ্যে হানিফ নামে একজনকে চিনে ফেলে‌।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় হানিফসহ আরো ৩/৪ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়ে‌ছে।