নিজস্ব প্রতিবেদক : ’’বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯। এ উপলক্ষ্যে র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা পুরাতন জজকোর্ট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ। পরে পুরাতন কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নতুন জজকোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় নতুন জজকোর্ট চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।