সাতক্ষীরা

২মে থেকে সাতক্ষীরা শহরে মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক এর বিরুদ্ধে অভিযান

By daily satkhira

April 29, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে ২ মে থেকে যৌথ অভিযানে নামবে সাতক্ষীরা বাসমিনিবাস মালিক ও সাতক্ষীরা মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক সমিতি। ২১ এপ্রিল ২০১৯ তারিখে সাতক্ষীরা বাসমিনিবাস মালিক সমিতি আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে লিখিত রেজুলেশনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু। সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমবায় সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গাউস আলী প্রমুখ। সভায় বিআরটিএ এর সিদ্ধান্তসহ হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক অবাধে চলাচলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত সমূহ হলো- মানবিক কারণে সমঝোতার ভিত্তিতে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ও আরটিসির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাহিন্দ্র, অটোরিক্সা, থি-হুইলার, অটোটেম্পু ও ইজিবাইক জাতীয় মোটরযান সংশ্লিষ্ট সড়কে চলাচল করতে পারবে। এক্ষেতে বিআরটিএ/আরটিসির সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে আইনপ্রয়োগকারী সংস্থা ঐ সকল যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে সমিতির কোন দায়ভার থাকবে না। সাতক্ষীরা পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্সধারী ইজিবাইক ব্যতীত বাইরের কোন ইজিবাইক সাতক্ষীরা শহরের মধ্যে চলাচল করতে পারবে না। ইজিবাইক কালিগঞ্জ সড়কের বাঁকাল, খুলনা সড়কে সুন্দরবন টেক্সটাইল মিলবাজার, যশোর সড়কে কদমতলা ও চাপড়া সড়কে রামচন্দ্রপুর মোড় পর্যন্ত চলাচল করতে পারবে। সংশ্লিষ্ট স্থানে বাস মালিক সমিতি ও ইহিবাইক মালিক সমবায় সমিতি কর্তৃক যৌথ চেক বসানোর সিদ্ধান্ত গৃহিত হয়। নির্ধারিত স্থান অতিক্রম করে কোন ইজিবাইক চলাচল করলে সেক্ষেত্রে বাস মালিক সমিতির চেকারগণ যাত্রী নামিয়ে নিতে পারবেন। রাজ্জাক পার্কস্থ দিঘির পাড়ে ২টার বেশি কোন ইজিবাইক অবস্থান করতে পারবে না। গুরুতর অসুস্থ রোগী বহনকারী মাহিন্দ্র, ইজিবাইক বিবেচনায় নিয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।