জাতীয়

এফবিসিসিআই’র সভাপতি হলেন শেখ ফাহিম

By Daily Satkhira

April 29, 2019

দেশের খবর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলে।

শেখ ফজলে ফাহিম ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ।

চেম্বার গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-বাগেরহাট চেম্বারের হাসিনা নেওয়াজ, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ও চুয়াডাঙ্গা চেম্বারের দীলিপ কুমার আগরওয়াল।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ ও টিন প্লেট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন রাজেশ।

প্রত্যেকটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এ ফলাফল ঘোষণা করেন।

সোমবার ফেডারেশন ভবনে এ ফলাফল ঘোষণা পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এসময় এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।