বিনোদন

অসম্মানিত হওয়ায় চলচ্চিত্র অনুদান কমিটির ৪ সদস্যের পদত্যাগ

By Daily Satkhira

April 30, 2019

বিনোদন সংবাদ: চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন চার জ্যেষ্ঠ সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম ও মতিন রহমান। রবিবার ২০১৮-১৯ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তারা।

ওই চারজনের সাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গত ৭ এপ্রিল আপনার (তথ্যমন্ত্রী) সভাপতিত্বে ও সচিব মহোদয়ের উপস্থিতিতে ২০১৮-১৯ সালের জন্য গঠিত চলচ্চিত্র অনুদান কমিটির সভায় ২টি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ও একটি শিশুতোষসহ ৫টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রকে অনুদান প্রদানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে, অনুদান কমিটির সদস্যদের সাথে কোন রকম আলোচনা না করে একক সিদ্ধান্তে সেই সভার সিদ্ধান্তকে পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’ এই ঘটনাকে দুঃখজনক অভিহিত করে চিঠিতে উল্লেখ করা হয়, এমতাবস্থায় অনুদান কমিটির সদস্য হিসেবে থাকা আমাদের জন্য সম্মানজনক ও যুক্তিযুক্ত মনে না হওয়ায় আমরা চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

ওই চিঠিকেই পদত্যাগপত্র হিসেবে গণ্য করে তা কার্যকরের জন্য তথ্যমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়।