সাতক্ষীরা

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান মে দিবস পালিত

By daily satkhira

May 01, 2019

নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শ্রমিক লীগ, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। সকাল থেকে শুরু হওয়া খন্ড খন্ড র‌্যালিতে সাতক্ষীরা শহর মুখরিত হয়ে ওঠে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন, বাস-মিনিবাস মালিক সমিতি, হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন সংঘঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় গোয়েন্দা সংস্থার সাতক্ষীরার সহকারী পরিচালক শামীম আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সর্কেলের সহকারি প্রকৌশলী আরেফিন সিদ্দিকী, জিপি এ্যাড. সরকার যামিনী কান্ত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাতক্ষীরা জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।