দেবহাটা

দেবহাটার গাজীরহাটে সরকারী এ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১

By daily satkhira

May 01, 2019

কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো : এ্যাম্বুলেন্সে রোগী না থাকলেও পাওয়া গেল সাইকেলের মালামাল। সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াই টার দিকে দেবহাটার গাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় এ্যাম্বুলেন্স ড্রাইভার গুরুতর আহত হয়েছেন এবং ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে, এ্যাম্বুলেন্সে রোগী পাওয়া না গেলেও পাওয়া গেল বাই-সাইকেলের টায়ার-টিউব, রিং ও সাইকেলের ফ্রেম সহ বিভিন্ন সরঞ্জাম।প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে রোগী না নিয়ে গাড়ির টায়ার টিউব সহ বিভিন্ন মালামাল বোঝায় করে সাতক্ষীরা থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে যান। পথিমধ্যে বেলা আড়াই টার দিকে গাজীরহাট বাজারে পৌছানো মাত্র কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রাট-১৩-০৫৯৩। এসময় এ্যাম্বুলেন্সের ড্রাইভার কালিগঞ্জ উপজেলার দেওয়া গ্রামের মৃত মাদার আলীর ছেলে আদম আলী (৩৮) গুরুতর জখম হয়। সাথে থাকা টায়ারের মালিক কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রুহুল আমিন (২০) অক্ষত ছিলেন। এসময় স্থানীয় জনতা উপস্থিত হলে ট্রাক ড্রাইভার পালিয়ে যায় এবং এ্যাম্বুলেন্স ড্রাইভার গুরুতর জখম হওয়ার সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।এবিষয়ে টায়ারের মালিক রুহুল আমিনের কাছে এ্যাম্বুলেন্সের ভিতর টায়ার নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার দোকান আছে। এ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আমার ভাল সম্পর্ক থাকায় গাড়িতে করে টায়ার নিয়ে যাচ্ছিলাম।কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও তৈবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রাইভার রোগী নিয়ে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। কিন্তু এ্যাম্বুলেন্সে মালামাল নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে বলেন, ড্রাইভার অসুস্থ্য থাকায় তার কাছে না শুনে আমি কিছু বলতে পারবো না।এব্যাপারে দেবহাটা থানার এসআই প্রদীপ জানান, এ্যাম্বুলেন্স ও ট্রাক থানায় জিম্মা আছে। এ্যাম্বুলেন্সের ভিতরে থাকা টায়ার-টিউব সহ মালামাল কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র জিম্মায় দেওয়া হয়েছে।