খেলা

পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

By Daily Satkhira

May 02, 2019

খেলার খবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়ে তিন দিনের দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ দল।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

প্রথম ইনিংসে মুশফিক হাসানের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৪৮ রানেই অলআউট পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন মুশফিক।

জবাবে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।খালিদ ও আহমেদের বোলিং তোপের মুখে পড়ে ১৩৯ রানে অলআউট বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খালিদ ৩৩ রানে শিকার করেন ৫ উইকেট। এছাড়া আহমেদ নেন ৩৮ রানে ৩ উইকেট।

প্রথম ইনিংসে ৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আশিকুর ও রাব্বির তোপের মুখে পড়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে আশিকুর ২১ রানে শিকার করেন ৪ উইকেট। এছাড়া রাব্বি ৩৮ রানে নেন ৪ উইকেট।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান: ১ম ইনিংস ১৪৮ ও ২য় ইনিংস: ১১০।

বাংলাদেশ: ১ম ইনিংস ১৩৯ ও ২য় ইনিংস ১২১।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৫ উইকেটে জয়ী।