আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আবুল হোসেন, হাফেজ আব্দুল হাকিম, হাফেজ মাওঃ খায়রুল বাসার, মাওঃ মুফতি আক্তারুজ্জামান প্রমুখ। স্মারকলিপিতে আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে জেলার সকল পর্যায়ের সিনেমা হল বন্ধ, নগ্ন পোস্টার ঝুলানো বন্ধ, হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখা, প্রকাশ্যে ধুমপান বন্ধ, দ্রব্য মূল্যে উর্দ্ধগতি নিয়ন্ত্রণসহ সকল অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে আগামী ৫ মে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি