০২ মে, ২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৭ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের নিজস্ব কার্যালয়ে ঘূর্ণিঝড় “ফণী” দুর্যোগ মোকাবেলার জন্য কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক,কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জ্যোৎন্সা আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ শাহজাহান আলী, মীর মোশাররফ হোসেন মন্টু, শেখ আব্দুর রশিদ, মকসুমুল হাকিম এবং ইউনিট অফিসার মোঃ ওবায়দুল ইসলাম পারভেজ। উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ঘুর্ণিঝড় ‘ফনি’ মোকাবেলার জন্য সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটে একটি জরুরি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার মোবাইল নম্বর : ০১৩০৯ ৬৫৫ ৩০৬। যা দুর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক খোলা থাকবে এবং যে কোন দুর্যোগ কালীন সমস্যার জন্য যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি