কালিগঞ্জ

কালিগঞ্জে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে মহড়া

By daily satkhira

May 02, 2019

তরিকুল ইসলাম লাভলু :: কালিগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। বিশেষ এ মহড়ায় অংশ গ্রহন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। এ সময় তিনি ততার বক্তব্যে বলেন দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে, একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমস্যায় পতিত হলে দ্রুত আমাদেরকে সংবাদ দিতে হবে। সংবাদ পেলেই আমি দ্রুত আপনাদের মাঝে ছুটে আসবো। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। এসময় মহড়ায় আরও উপস্থিত ছিলেন  উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, খাদ্য কর্মকর্তা মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি ও বৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান সহ বিভিন্ন কর্মকতার্বৃন্দ।