আন্তর্জাতিক

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া

By daily satkhira

May 03, 2019

বিদেশের খবর: বাংলাদেশ ও মিয়ানমারকেই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে বলে মনে করে রাশিয়া।

গতকাল সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।

ল্যাভরভ বলেন, ‘এ সংকটের একটি যথার্থ সমাধান পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দুই দেশকে সহায়তা করা।’

রুশমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা মনে করি, সংলাপ এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের এই সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।’ 

যৌথ সংবাদ সম্মেলনে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন , ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। গেল কয়েক বছরে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। সান্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই। তারা মানবতার শত্রু।