সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারী সমাবেশ ও আলোচনা সভা

By Daily Satkhira

February 25, 2017

সাতক্ষীরা সংবাদদাতা : ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ সবল মেধাবী জাতি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, খামারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডাঃ সমরেশ চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লবজিৎ কর্মকার, আঞ্চলিক প্রাণি রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্র যশোরের সহকারী পরিচালক ডাঃ শশাংক কুমার মন্ডল, প্রাক্তন উপ-পরিচালক হাসান ইমাম, উপ-সহকারি কর্মকর্তা আবুল কালাম মোস্তফা প্রমুখ। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন রামপ্রসাদ, শেখ আশরাফুল ইসলামসহ বিভিন্ন খামারীরা বক্তব্য রাখেন। এ সময় ১০টি স্টলের খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।