নিজস্ব প্রতিবেদক : ঝুর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্থ শ্যামনগরের গাবুরা ও পদ্মপুুকুরের মানুষের জন্য ৫০০ প্যাকেট ত্রাণ নিয়ে বাংলাদেশ নৌ বাহিনীর একটি জাহাজ গাবুরায় পৌছেছে। শনিবার রাত ৮টার দিকে ত্রাণবাহী নৌ জাহাজ এলসিডিপি-১০৪ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা ঘাটে লাগে।
এছাড়াও নৌবাহিনীর আরও একটি জাহাজ এলসিবিপি-০১১, ৫০০ প্যাকেট ত্রাণ এবং জরুরি চিকিৎসা টিম নিয়ে আগামিকাল সকালে শ্যামনগরে পৌঁছবে।
রবিবার সকালে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই ত্রাণসামগ্রি বিতরণ করা হবে। শ্যামনগর উপজেলার চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, আমরা যতদূর জানতে পেরেছি শনিবার রাত ৮টার দিকে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা ঘাটে লেগেছে। পরদিন সকালে ত্রাণসামগ্রি ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সুজন সরকার বলেন, ফণির কারণে শ্যামনগরের মানুষের বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। কিন্তু তারপরও গাবুরাসহ অন্যান্য এলাকায় অনেক দুস্থ মানুষ রয়েছে। তাদের মধ্যে মূলত ওই ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে। রোববার সকাল থেকে স্থানীয় চেয়ারম্যান, মেম্বরদের সমন্বয়ে প্রকৃত দুস্থদের মাঝে ওই ত্রাণ পৌছে দেওয়া হবে বলে তিনি জানান।