জাতীয়

ঢাকায় নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানা!

By Daily Satkhira

May 05, 2019

দেশের খবর: রোববার সকালে ধানমন্ডির একটি ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালায় গোয়েন্দারা। ওই ফ্ল্যাট বাড়ির একটি কক্ষে ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানা পাওয়া যায়।

সেখান থেকে মেশিনপত্রসহ উদ্ধার করা হয়েছে দেড় হাজারেরও বেশি নকল লাইসেন্স তৈরির সরঞ্জাম, দুইশ’র বেশি নকল ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ও ব্লু বুক।

ডিএমপি ডিবির উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, এই চক্রের সঙ্গে বিআরটিএ’র যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালাবেন তারা।