আসাদুজ্জামান: ঘূর্ণিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার সুন্দরবন উপকুলীয় গাবুরা ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। আজ রোববার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমূখা ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রান বিতরন করা হয়। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, দুই কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২ কেজি লবন, ২ কেজি চিড়া, ২ লিটার পানিসহ প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইন দেয়া হয়। এ সয়ম সেখানে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর সার্জেন্ট লে: আসিফ হুসাইন, লেঃ রাশেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা ডলি, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ঘূর্ণিঝড় ফনির তান্ডবে উপকুলীয় গাবুরা ইউনিয়নের অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে ৩টি ইউনিয়নের পানি উন্নয়র বোর্ডের বেঁড়িবাধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।