কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনয় করতে যাচ্ছেন ঢাকার চলচ্চিত্রে। রফিক শিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবিটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা ও মডেল নিরব। ছবিটির মহরত অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিএফডিসিতে।
পরিচালক রফিক শিকদার বলেন, ‘আজ সন্ধ্যায় এফডিসির ঝরনা স্পটে ছবির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে ছবির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন। ছবিতে অভিনয় করবেন নায়ক নিরব এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। আগামী ৫ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ছবির শুটিং করব। বিশেষ কিছু কাজের জন্য দেশের বাইরে যেতে হবে।’
ছবিতে কলকাতার নায়িকা কেন নেওয়া হয়েছে জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘আমাদের দেশে এখন যাঁরা কাজ করছেন তাঁরা কেউই সিরিয়াস না। আমরা যেমন একটি চলচ্চিত্র বানানোর জন্য বছরের পর বছর চেষ্টা করি, কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর আগ্রহটা কমে যায়। নিজেকে প্রচণ্ড কমার্শিয়াল মনে করে, আর সেটা লক্ষ করা যায় শুধু টাকা নেওয়ার সময়। কাজ ফাঁসিয়ে দিয়ে ইচ্ছে মতো সেট থেকে চলে আসবে। ভালো চলচ্চিত্রকে সহযোগিতা করা বা ছবির প্রতি ভালোবাসা নেই বললেই চলে। যে কারণে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি বাইরের অভিনেত্রী নিয়ে কাজ করব। “চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় দেখে আমার কাছে ভালো লেগেছে, যে কারণে তাকে নিয়ে কাজ করছি।’
কী ধরনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একেবারেই বর্তমান সময়ের গল্প নিয়ে এই ছবি বানাচ্ছি। ইউনিভার্সিটিতে পড়ুয়া একজোড়া ছেলেমেয়ে যারা একে অপরকে ভালোবাসে। এরই মধ্যে ছবিতে যুক্ত হবে তাদের এক বন্ধু যে অনেক বড়লোক। সে-ও নায়িকার প্রেমে পড়ে যায়। বড়লোক বন্ধু বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদের সম্পর্ক নষ্ট করার। এভাবেই এগিয়েছে ছবির গল্প।’
পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। এবার দ্বিতীয় ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক। ‘হৃদয়জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত।