দেবহাটা

দেবহাটায় স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে সংবাদ সম্মেলন

By daily satkhira

May 05, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ক্যান্সার আক্রান্ত স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে রবিবার সকাল ১১ টায় উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা উত্তর সখিপুর গ্রামের অমল বিশ^াস সোনার স্ত্রী সুপ্রিয়া বিশ^াস। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার শ^শুররা ৫ ভাই মিলে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর মৌজার জেএল নং-৪১, খতিয়ান নং-৩৯৭১, ডিপি-১৫৬৫ তে কোবালা দলিল মূলে ৫৩ শতক জমির ক্রয় করে। যার মধ্যে ২৩ শতক জমি রেকর্ডিও। তার শ^শুর দীর্ঘ ২২ বছর আগে মারা যাওয়ার পর থেকে তার স্বামী ও স্বামীর অপর দুই ভাই তাদের পৈত্রিক সম্মত্তিতে ভোগ দখল করাকালীন সময়ে তার বড় ভাসুর দিলীপ বিশ^াস, চাচাতো ভাসুর সুকুমার বিশ^াস, চাচাতো দেবর তাপস বিশ^াস ও শেখর বিশ^াস মিলে তাদেরকে ঐ পৈত্রিক সম্মত্তি থেকে বিতাড়িত করার জন্য নানারকম ষড়যন্ত্র করতে থাকে। যার কারনে তার চাচাতো ভাসুর সুকুমার বিশ^াস দেবহাটা সেটেলমেন্ট অফিসকে ম্যানেজ করে ১৩ শতক জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এছাড়াও তার আপন ভাসুর দিলীপ বিশ^াস সখিপুর বাজারের মধ্যে তার শ^শুরের নামে ১২২২ ও ১২২৬ সাবেক দাগে রেকর্ডকৃত আড়াইশতক জমিতে করা ঘরটি (হোটেল) দীর্ঘদিন জোরপূর্বক একা ভোগ দখল করছে। সুপ্রিয়া বলেন, তার স্বামী দীর্ঘ ৫ বছর আগে ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি বর্তমানে টাকার অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেননা। বর্তমানে তিনি ও তার স্বামী মিলে তার ভাসুরের কাছে জমির অংশের দাবী জানালে তার ভাসুর মিথ্যা প্রলোভন দিয়ে তার শ^াশুড়ি ও দেবর সঞ্জয় বিশ^াসকে তার পক্ষে নিয়ে তাদেরকে সম্মত্তি থেকে বিতাড়িত করার অসৎ উদ্দ্যেশ্যে নানারকম ষড়যন্ত্র করছে। এমনকি গত কয়েক বছর আগে তাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কয়েক জন ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গরা মিলে সালিশ মিমাংসা করে দিলে প্রতিপক্ষরা সেই শালিশ প্রাথমিকভাবে মেনে নিয়ে বসতঘর নির্মান করে। কিন্তু শালিস অনুযায়ী তার ভাসুর ও দেবর তাদের অংশটুকু বুঝে নিলেও তাদের অংশ সঠিকভাবে বুঝে দেয়নি। বর্তমানে তার স্বামীর অসুস্থতার কারনে তিনি তার স্বামীর ওয়ারেশ মোতাবেক জমির অংশ দাবী করলে উক্ত ব্যক্তিরা তার ও তার স্বামীর বিরুদ্ধে নতুনভাবে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রীমহলের সহযোগীতায় ষড়যন্ত্র শুরু করেছে। বর্তমানে তিনি তার স্বামী ও দুই ছেলে সন্তান সৌরভ বিশ^াস (১৫) ও স¤্রাট বিশ^াস (১২) কে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি কিছুদিন আগে এই বিষয়ে দেবহাটা থানায় গেলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদেরকে নানারকম হুমকি ধামকি দিচ্ছে। তিনি যাতে স্বামীর পৈত্রিক সম্মত্তিটুকু পেয়ে স্বামীর চিকিৎসা ও পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন সেজন্য প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের নিকট সুবিচার প্রার্থনা করেছেন।