দেবহাটা

দেবহাটা কলেজের সভাপতি হিসেবে জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান

By daily satkhira

May 05, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবহাটা কলেজের গভর্নিং কমিটির সভাপতি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসককে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়। সম্প্রতি এই আদেশ কপি সংশ্লিষ্ট সকলকে দেয়া হয়েছে বলে জানা গেছে। ঐ আদেশের কপি সূত্রে জানা গেছে, জাতীয় বিশ^বিদ্যালয়ের ০৭(খু-৭৮০)জাতীঃবিঃ/কঃপঃ/কোড-০২৫৪/৪৩৩৬৬ নং স্মারকে দেবহাটা কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো পত্রে বলা হয়েছে, বিশ^বিদ্যালয় স্মারক নং- ওঘঝ ০২-৪/০০২২৬/২০১৮/০২৫৪/৪০৮৭১, উধঃব- ১৭.০৯.২০১৮ মোতাবেক অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেয়া হয়। রীট পিটিশন নং- ১৩৬৮২/২০১৮ এ মহামান্য হাইকোর্ট বিভাগ ১৩-১১-২০১৮ তারিখের ৪০৮৭১ সংখ্যক স্মারক মূলে কলেজে যে নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের ফলে উক্ত গভর্নিং বডি বলবৎ থাকলেও বর্তমানে সভাপতির পদটি কার্যকর নেই। এমতাবস্থায়, জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১ এর প্রবিধান ১২ অনুযায়ী বডির সভাপতির অনুপস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে জেলা প্রশাসক স্বাক্ষর করতে পারবেন।