বিদেশের খবর: রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাওয়া একটি বিমানে মধ্য আকাশেই আগুন লেগে অন্তত ৪১ যাত্রী নিহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।
রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। পরে সেটির পাইলট মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই মধ্য আকাশে বিমানটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, আরোহীরা জরুরি নির্গমন পথ দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে দূরে সরে যাচ্ছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পড়া এ বিমানটিতে মোট ৭৮ আরোহী ছিলেন। নিহতদের মধ্যে অন্তত দুই শিশু ও বিমানটির একজন কর্মী রয়েছেন।