সাতক্ষীরা

এসএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরায় পাশের হার ৯৩.৫৪

By daily satkhira

May 06, 2019

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সাতক্ষীরা জেলায় পাশের হার ৯৩.৫৪। যশোর বোর্ডে ২য় স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা জেলায় পরীক্ষার্থী প্রায় ২৭ হাজার বসেন। এর মধ্যে ২৪ টি কেন্দ্রের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৯ জন এবং ছাত্রী ৯ হাজার ২৫৮ জন। দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৫১জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৯৭ জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬৪ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৮৭ জন, এ গ্রেড পেয়েছে ১২৮ জন এবং বি গ্রেড পেয়েছে ৪৯ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর বোর্ডে দ্বিতীয় এবং সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে।তিনি আরো বলেন, আগামীতে এ ধারাবাহিকতা অব্যহত চেষ্টা করবো। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫২ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৮২ জন, এ গ্রেড পেয়েছে ৯৮ জন, এ মাইনাস পেয়েছে ৪৫ জন, বি গ্রেড পেয়েছে ২২ জন এবং সি গ্রেড পেয়েছে ২ জন। পরীক্ষায় অকৃকার্য হয়েছে ৩ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শ ১৪ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ১শ ৩১ জন। অকৃতকার্য হয়েছে ৮৩ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ৩০ জন, এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেড পেয়েছে ৫ জন এবং সি গ্রেড পেয়েছে ২ জন। চেউটিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১১ জন এবং এ মাইনাস পেয়েছে ৫। অকৃতকার্য হয়েছে ৩ জন। সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৬ জন এবং এ মাইনাস পেয়েছে ৮ জন। অকৃতকার্য হয়েছে ৪ জন। আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৩ জন, এ মাইনাস পেয়েছে ১১ জন এবং বি গ্রেড পেয়েছে ৬ জন। মাদ্রাসা সুপার মাওঃ মোঃ আব্দুল্লাহ জানান, এবছর দাখিল পরীক্ষায় মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।