কলারোয়া

কলারোয়ায় এসএসসির ফলে জিকেএমকে সরকারি হাইস্কুল শীর্ষে

By Daily Satkhira

May 07, 2019

কলারোয়া প্রতিনিধি: যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কলারোয়ায় জিপিএ-৫ পেয়ে ৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারও কলারোয়া উপজেলা থেকে জিকেএমকে সরকারি হাইস্কুল মেধা তালিকায় শীর্ষে অবস্থান করছে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়-এসএসসি পরীক্ষা ২০১৯,প্রকাশিত ফলাফলে কলারোয়া উপজেলার ৪টি কেন্দ্রের বিভিন্ন হাইস্কুল থেকে অংশগ্রহনকারী মোট ২ হাজার ৭শ’ ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪শ’ ৪৯ জন পরীক্ষার্থী। পাশের হার শতকরা ৯০ ভাগ। উপজেলাতে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা মোট ৯৪ জন। এর মধ্যে জেনারেল’এ জিকেএমকে সরকারি হাইস্কুল থেকে ২০জন পরীক্ষার্থী এ+ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় শীর্ষে অবস্থান করছে। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেনারেল’এ ১৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় যৌথ ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ দিকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় তৃতীয় স্থান অধিকার করেছে। এ ছাড়া বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বামনখালি মাধ্যমিক বিদ্যালয়, কাজীরহাট বালিকা বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, কেসিজি মাধ্যমিক বিদ্যালয়, বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়, দমদম হাইস্কুল ও চন্দনপুর হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে এক বা একাধিক সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ দিকে দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে মোট ৭শ’১৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহনে ৬শ’ ১০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৮ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে বলে জানা গেছে।