নিজস্ব প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত হবার ১দিনের মাথায় তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক এম.এ গফ্ফার আওয়ামীলীগে যোগদান করলেন। শনিবার বিকালে তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমদ’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এম.এ গফ্ফার আওয়ামীলীগে যোগদান করেন। তার যোগদান অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতৃবৃন্দকে অনুপস্থিত থাকতে দেখা গেছে। এম.এ গফ্ফারের আওয়ামীলীগে যোগদান উপলক্ষ্যে প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতি মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আ.লীগ সভাপতি মেখ নুরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা যুবলীগ সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান। জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দাশ এর পরিচালনায় উক্ত সভায় আ.লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি নেতা এম.এ গফ্ফার ৬১৫জন নেতা-কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন বলে জানানো হয়। তবে প্রকৃতপক্ষে স্বল্পসংখ্যক যোগদানকারীদের মধ্যে অধিকাংশই পূর্ব থেকেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে যুক্ত আছে বলে জানা গেছে। গফ্ফার ইতোপূর্বে ওয়ার্কাস পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন।