সাতক্ষীরা

সাতক্ষীরায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের প্রশিক্ষণ

By daily satkhira

May 07, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ৬দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র সহকারি প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৬দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক নিমাই চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মনোষ কুমার মন্ডল, সঞ্জয় সরকার, কম্পিউটার অপারেটর দীপঙ্কর মন্ডল প্রমুখ। মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ৬দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুপারভাইজার মিন্টু লাল হালদার।