শিক্ষা

নলতা স্কুলের মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান

By Daily Satkhira

February 25, 2017

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত  ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মাথা পিছু মাসিক ৫ শত টাকা হিসেবে জানুয়ারি থেকে জুন ২০১৭ পর্যন্ত ৬ মাসের এককালীন ৩ হাজার করে মোট ৩৬ হাজার ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা (কানাডা প্রবাসী), ডা. মো. শহিদুল আলমের বোন ও অত্র বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি পরীক্ষায় প্লেস করার গৌরব অর্জনকারিনী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি অত্র বিদ্যালয়ে ২০১০ থেকে দরিদ্র ও মেধাবী কিছু শিক্ষার্থীর মাঝে নিজ নামে বৃত্তি প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত হয় নির্দিষ্ট শিক্ষার্থীদের মাঝে বৃত্তি টাকা প্রদান অনুষ্ঠান। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল  মোনায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও নলতা মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন (২৪ ও ২৫ মার্চ’১৭) কমিটির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, মনিরুজ্জামান মহসিন, ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, সমাজসেবক রেজাউল ইসলাম, আসলাম হোসেন, খান ইকবার হোসেন, রফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। প্রথম ৬ মাসের জন্য ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রাপ্ত নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা হলো- ৭ম শ্রেণির সাদিয়া সুলতানা, তিশা খাতুন ও আল-আমিন হোসেন, ৮ম শ্রেণির ফারিহা তাবাচ্ছুম, মরিয়ম পারভীন ও নিলয় ঘোষ, ৯ম শ্রেণির তাছনিয়া পারভীন, ইয়াছিন ও রেশমা এবং ১০ শ্রেণির সুমাইয়া আক্তার, আরিফুল ইসলাম ও অন্তরা পাল। এসময় প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন- ড. হোসনেয়ারা বানু একটি নাম। আর এ নামের সাথে মিশে আছে অত্র বিদ্যালয়ের অনেক স্মৃতি, অনেক আশীর্বাদ, অনেক প্রাপ্তি, অনেক ভালোবাসা। তিনি সুদূর কানাডায় বসে নিজের কর্মের মাঝে তোমাদের মত দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মঙ্গলের কথা ভাবেন বলেই তোমাদের লেখাপড়ায় উৎসাহ যোগানোর জন্য কিছুটা হলেও আর্থিকভাবে সহযোগিতা করে চলেছেন। তাই তার অবদান সেই দিন সার্থক হবে যেদিন তোমরাও বাল্যবিবাহসহ অপ-সংস্কৃতির দিকে না ঝুঁকে মানুষের মত মানুষ হয়ে সমাজের অসহায় মানুষদেরকে এমনিভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। সাথে সাথে আমরা সকলে মিলে নলতা ইউপির মাঘুরালী গ্রামের সন্তান ড. হোসরেয়ারা বানুর জন্য দোয়া করবো তিনি যেন সুস্থ্য থেকে আরো বেশি বেশি উপার্জন করতে পারেন এবং এমনি জনকল্যাণকর কাজে আরো বেশি বেশি দান করতে পারেন।