দেবহাটা

পারুলিয়া জেলিয়াপাড়া স্কুলের সামনে রাস্তার বেহাল দশা

By daily satkhira

May 09, 2019

আরাফাত হোসেন লিটন, দেবহাটা: দেবহাটার পারুলিয়া ইউনিয়নাধীন জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের বেহাল দশা হয়েছে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় ওই সড়ক দিয়ে স্কুলের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও গ্রামের মানুষদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে পারুলিয়া ঘোষপাড়া গামী ইটসোলিং রাস্তাটি দিয়ে প্রতিদিন জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা চলাচল করে। এছাড়া ঘোষপাড়া, সরকারপাড়া, তিবর পাড়া সহ বিভিন্ন এলাকার প্রায় ৪শত থেকে ৫শত পরিবারের লোক প্রতিদিন পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য সাইকেল, মোটর সাইকেল, ভ্যান কিংবা পায়ে হেটে চলাচল করে রাস্তাটি দিয়ে। অতিরিক্ত মানুষের চলাচলের ফলে গত কয়েক মাস ধরে রাস্তার ইট উঠে যায়। তাছাড়া গত কয়েকদিন পূর্বে ঘূর্নিঝড় ফনির প্রভাবে এলাকায় দিন-রাত বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝড় হয়। সে সময় বৃষ্টির পানিতে রাস্তাটি পিচ্ছল, কাঁদা থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া গত ১সপ্তাহ পূর্বে একটি বিচুলি বোঝায় ভ্যান উল্টে পুকুরে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় মুদি ব্যবসায়ী কামরুল হোসেন জানান, আমি নিজ বাড়িতে মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে থাকি। দোকানের মালামাল কিনতে প্রতিদিন পারুলিয়া বাজারে যেতে হয়। কিন্তু স্কুলের সামনের রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় ভ্যানে কেউ মালামাল নিয়ে যেতে চাইনা। বাধ্য হয়ে সাইকেলে করে মালামাল নিয়ে যেতে হয়। প্রতিদিন সাইকেলে মালামাল নিয়ে যাওয়া অত্যান্ত কষ্টকর। এবিষয়ে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখেছি। বাজেট আসলেই কাজ শুরু করবো।