সাতক্ষীরা

ফিংড়ি বিক্রি হচ্ছে পচা-বাসি খাবার

By daily satkhira

May 09, 2019


আবু ছালেক ; সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সকল এলাকায় পবিত্র রমজান মাসে পচা বাসি  খাদ্য খাবার বিক্রি হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
জানা গেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা তারা প্রতিনিয়ত ইফতারের পূর্ব মুহূর্তে পচা বাসি খাবার বিক্রি করছে।
 ইফতারির সময় আগত হওয়ার ১০ মিনিট পূর্বে তারা ইচ্ছা মতো বিভিন্ন ভাজাসহ ইফতার সামগ্রী বিক্রয় করে চালাকি করে। বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারন ব্যক্তিদের জন্য এবং রোজাদারদের জন্য পচা বাসি খাবার বিক্রি করছে রমজান মাসে।
ঢাকনা বিহীন খোলা মেলা খাদ্য খাবার বিক্রয় হচ্ছে।
খোলামেলা খাবারে ধুলাবালি পড়ছে, তার পরেও রোজাদারদের কাছে বিক্রি করছে, ফলে বিভিন্ন ভাবে রোজাদাররা পচা বাসি খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এলাকার সচেতন মহলের দাবি দেখার কি কেউ নেই,
পচা বাসি খাবার যাতে করে দ্রুত বন্ধ হয় সেজন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ইউনিয়নের সচেতন মহল।