কলারোয়া

কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

By daily satkhira

February 25, 2017

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ‘নিরাপদ প্রাণিজ আমিজের প্রতিশ্রƒতি’ সুস্থ সবল মেধাবী জাতি”এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রথমে র‌্যালী ও পরে পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্র্মকতা ডা এএসএম আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কৃষি কর্র্মকর্তা মহাসীন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃৃপেন্দ্র নাথ বিশ্বাস,পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুুদ সোহাগ, সলিডারিডাড কর্মকর্র্তা জাহিদ হোসেন, গাভী পালন কামারী কবি আজগর আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুুষ্টানটি পরিচালনা করেন সিল কর্মকর্র্তা ইব্রাহিম হোসেন খান। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে চত্বরে ৬টি স্ট