সাতক্ষীরা

সাতক্ষীরায় মটরসাইকেল চালককে ছেলেধরা মনে করে পিটিয়ে জখম

By daily satkhira

May 11, 2019

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় এবার সন্দেভাজন এক মটরসাইকেল চালককে রোহিঙ্গা ছেলেধরা মনে করে পিটিয়ে জখম করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঁকাল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত মটরসাইকেল চালকের নাম রিয়াজ উদ্দীন মোড়ল (৪০)। তিনি দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, মটরসাইকেল চালক রিয়াজ বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁকাল কোল্ডষ্টোর মোড় এলাকায় কিছু যুবক তার মটর সাইকেলে থামিয়ে তাকে ছেলে ধরা রোহিঙ্গা মনে করে তাকে বেধড়ক মারপিট শুরু করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসা বাদ করলে তিনি বলেন, আমি আমার বাড়ি থেকে প্রতিবেশী দুই মহিলাকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলাম। বাঁকাল এলাকায় পৌছানো মাত্রই কয়েক যুবক আমাকে মটরসাইকেল থেকে নামিয়ে মারপিট শুরু করেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটা একটি গুজব। তিনি এ সময় গুজবে কান না দিয়ে আসল ঘটনা জানার আহবান জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা বিস্তারিত জানার জন্য সরাসরি পুলিশ সুপার (সদর সার্কেল) এই নাম্বারে ০১৭১৩৩৭৪১৩৮ যোগাযোগ করার জন্য বলেন।