আশাশুনি

আশাশুনিতে ঘের কর্মচারী মোনায়েম হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

By daily satkhira

May 12, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনির বালিয়াপুরে মৎস্য ঘের কর্মচারী মোনায়েম হোসেন গাইন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় এলাকাবাসির উদ্যোগে গতকাল রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘের দখল করতে আসা সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন এ সময় তার স্ত্রীসহ এলাকাবাসীমানববন্ধনে বক্তব্য রাখেন, চম্পাফুল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মোজাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন গাজী, শিক্ষক আলহাজ্ব রাজ্জাক গাইন, তছলিম রহমান বাচ্চু প্রমুখ। মানববন্ধনে বক্তারা, মৎস্য ঘের কর্মচারী মোনায়েম হোসেন গাইন হত্যাকান্ডে জড়িত আশাশুনির শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম সানাসহ ১৯ আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ঘটনার জন্য দায়ী শোভনালী ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিও তুলেছেন তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ১ মে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে বিরোধ পূর্ণ প্রায় ২২ বিঘা জমির মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত হন মোনায়েম হোসেন গাইন। এ ঘটনায় নিহতের চাচা রুহুল আমিন গাইন বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানাসহ ১৯ জনের নামে থানার একটি হত্যা মামলা দায়ের করেন।