সাতক্ষীরা

সাতক্ষীরা সোনার গাঁ রেস্তোরাঁয় মোবাইল কোর্ট ॥ ৫০ হাজার টাকা জরিমানা

By daily satkhira

May 12, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সোনার গাঁ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের সোনারগাঁও রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তত, পুরোনো তেল ব্যবহার এবং মাংস অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ অবস্থা পাওয়া যায়। যে কারণে রেস্তোরাঁ ম্যানেজার কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পি এন স্কুল মোড়ের হাবিব হোটেল খুবই অস্বাস্থ্যকর ভাবে খাবার প্রস্ততসহ পচা মুরগির মাংস সংরক্ষণ করার দায়ে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। একই মোড়ে সবজি হোটেলকে অস্বাস্থ্যকর ভাবে খাবার সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য জন্য ক্ষতিকর যেকোনো অপরাধই জেলা প্রশাসন কঠোরভাবে দমন করবে বলে সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছেন।