সাতক্ষীরা

জমি জমা সংক্রান্ত বিরোধে বালিথায় ৩জনকে পিটিয়ে জখম

By daily satkhira

May 13, 2019

নিজস্ব প্রতিবেদক : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদরের বালিথায় ২ মহিলাসহ তিনজনকে পিটিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার ১৩ মে’ ১৯ সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বালিথা (লম্বাপাড়া) এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে ৩ জনকে আসামীকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ওইদিন সকালে বালিথা গ্রামের মৃত তমেজ গাজীর পুত্র সাত্তার গাজী, তার পুত্র লাভলু ও কন্যা মাছুরা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার আবুল তালেবের পুত্র রিজাউলের বাড়িতে হামলা করে। এসময় তারা রিজাউলকে মারপিট করতে শুরু করে। সে সময় রিজাউলের শ^াশুড়ী মর্জিনা বেগম তাদের হাত থেকে রিজাউলকে উদ্ধার করতে গেলে তারা লোহার রড দিয়ে পিটিয়ে মর্জিনা বেগমকে গুরুত্ব জখম করে। এছাড়া রিজাউলের স্ত্রী ঝর্ণা বেগমকেও মারপিট করে এবং তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বর্তমানে মর্জিনার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় ভুক্তভোগী রিজাউল হামলাকারীদের তদন্তপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।