সাতক্ষীরা

নুরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

By daily satkhira

May 13, 2019

পলাশ দেবনাথ নুরনগর : সোমবার শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন সরকার। দুপুর সাড়ে বারোটার দিকে আচমকাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন সরকার নুরনগর বাজারের সোনার বাংলা বেকারীতে অভিযানে যান এবং সেখানে মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন উৎপাদিত পণ্য জব্দ করেন। বেকারীটি অপরিছন্নতার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯এর আওতায় নগদ আদায়ে পনের হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত অভিযানে নুরনগর বাজরের বিভিন্ন মুদির দোকান গুলোতে পণ্যের মেয়াদ যাচাই করার সময় কয়েকটি পণ্যে মেয়াদ না থাকায় প্রায় পনের হাজার টাকার মালামাল জব্দ এবং দোকান মালিককে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যের তালিকা টানানোর জন্য দুই দিনের সময় নির্ধারন করে দেন তিনি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন সরকার বেকারী সহ দোকান মালিকদের উদ্দ্যেশ্যে বলেন দুই দিন পর এসে আবারও দেখবো আপনারা যদি ভেজাল পণ্য বা অপরিস্কার পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন সহ মেয়াদ উর্ত্তীণ মাল বিক্রয় করেন তাহলে সে দিন মালামাল জব্দ নয় আপনাদেরকে আটক করে নিয়ে যাব। উক্ত অভিযানে সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর,স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার,পুলিশ বাহিনির সদস্যবৃন্দ।