কালিগঞ্জ

নলতায় নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

May 13, 2019

তরিকুল ইসলাম লাভলু : নলতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউ কে এইড এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতা সোমবার (১৩ মে) নলতা সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিথ ছিলেন, উত্তরণের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক সেলিম আহমেদ, হিসাব রক্ষক আব্দুর রহমান, উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্প ও উত্তরণ নলতা শাখার ব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমান কামাল, ভুমি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, সঞ্জীব কুমার মন্ডল, সামছুর নাহার ও সাথী আফরোজা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় উত্তরণ নলতা ও কালিগঞ্জ শাখার প্রাথমিক সংগঠনের ৩০ টি সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।