ফিচার

সাতক্ষীরায় বিড়ির উপর সকল ট্যাক্স প্রত্যহারের দাবিতে ধূমপায়ীদের মানববন্ধন

By Daily Satkhira

May 14, 2019

আসদুজ্জামান: বিড়ির উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে উক্ত মাববন্ধন কর্মসুচি পালিত হয়। বিড়ি ভোক্তা পক্ষ সাতক্ষীরা অঞ্চলের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সদস্য সুমন, আলমঙ্গীর, সহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গরীব মানুষ কম টাকায় বিড়ি ধুমপান করতে চাই। বিড়ির উপর কর চাপানোর সিদ্ধান্ত আমরা মানি না। এ সিদ্ধান্তকে আমরা প্রতিবাদ জানাই। একই সঙ্গে বিড়ির উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহারের দাবি জানাই। প্রতি বছরই বিড়ির দাম বাড়ানো হচ্ছে। এতে করে বৃটিশ আমেরিকার কোম্পানীর সিগারেটে ধুমপানে উৎসাহিত করা হচ্ছে। বক্তারা এ সময় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার করুন। মানববন্ধনে বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুঠির শিল্প ঘোষনা দাবিসহ ৭ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে শতাধিক বিড়ি ভোক্তা অংশ গ্রহন করেন।