শিক্ষা

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

By Daily Satkhira

February 26, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফ্টরক প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও সফ্টরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সফ্টরক প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, মাঠে খেলা না থাকলে খেলোয়াড় তৈরি হবেনা। তাই সকল মাঠে যত বেশি বেশি খেলার আয়োজন করা যাবে ততই জেলায় ভাল খেলোয়াড় সৃষ্টি হবে। এ জন্য জেলার বিত্তবানদের খেলা-ধুলার পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, আমরা চাই জাতীয় দলের ১১ জন খেলোয়াড়ই যেন এ জেলার হয়। খেলোয়ার সুলভ আচরন ও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে খেললে একদিন ভাল নামী খেলোয়াড়ের পরিচিতি পাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবির উদ্দিন আহম্মেদ, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান কাজী, আ.ম.আক্তারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, ফারহা দীবা খান সাথি, স.ম সেলিম রেজা, মো. আলতাপ হোসেন, হাফিজুর রহমান খান বিটু, মনিরুজ্জামান কাকনসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শক শ্রোতা। সফ্টরক প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এ মোট ৬টি অংশ গ্রহন করছে। উদ্বোধনী দিনের খেলায় গণমূখী সংঘ টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং রসুলপুর ক্রীড়া সংস্থাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন লুৎফর রহমান সৈকত ও সামিউল মনির এবং স্কোরার ছিলেন বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল। ২৭শে ফেব্রুয়ারি সফ্টরক প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ এর দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হবে মুন্সিপাড়া যুব সংঘ বনাম পিকে ইউনিয়ন ক্লাব।