সাতক্ষীরা

গুণগত শিক্ষায় মায়েদের ভূমিকা অপরিহার্য -নলতায় “মা সমাবেশে” ডা: রুহুল হক এমপি

By daily satkhira

May 16, 2019

তরিকুল ইসলাম লাভলু : শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মে) নলতা আহছানিয়া দারুল উলুম মাদ্রাসার অডিটোরিয়ামে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাইমস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ প্রফেসর ড. জাহানারা বেগম,ঢাকা ওয়াসার প্রাক্তন এম.ডি. প্রৌকশলী ড. কাজী আলী আজম উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।এসময় প্রধান অতিথি বক্তব্যে ডা. রুহুল হক এমপি বলেন-মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।তিনি আরো বলেন, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে।  আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি নজরুল ইসলাম,অধ্যক্ষ তোফায়েল আহমেদ,অধ্যক্ষ শেখ মো: শাফিউল্লাহ হাবীবী, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, আনারুল ইসলাম, রফিকুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ।