নিজস্ব প্রতিবেদক : অনিয়ম-দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বহিস্কার হয়ে কলেজের গুরুত্বপূর্ণ মালামাল ও কাগজপত্র আটকে রেখেছেন এড. আব্দুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান। এতে কলেজের কার্যক্রম পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম উল আলম জানিয়েছেন। কলেজ পরিচালনার স্বার্থে ওই মালামাল ও কাগজপত্র গুলো কলেজ কর্তৃপক্ষে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানালে তিনি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করেন। এঘটনায় গত ১৬ মে ’ ১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম উল আলম। যার নং- ৮৮৮। ডায়েরি সুত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে গত ৬ এপ্রিল ১৯ তারিখে কলেজের পরিচালনা পর্ষদ আক্তারুজ্জামানকে বহিস্কার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শামীম উল আলমকে নিয়োগ দেন। কিন্তু বহিস্কৃত অধ্যক্ষের কাছে কলেজে নামীয় রুপালী ব্যাংকের চেক বই, যার হিসাব নং- ২৮৯৯০১০০১৩৯২০১৪১৪৭, কলেজের রেজুলেশন খাতা, কলেজের এফডিআর, ছাত্রীদের উপবৃত্তির অগ্রনী ব্যাংকের চেক বই, যার হিসাব নং- ০২০০০০১৩৯২০৪৪, শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত ব্যক্তিগত ফাইল এবং একটি ল্যাপটবসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। দ্রুত সেগুলো কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তিনি না দিয়ে তালবাহানা করতে থাকে। সর্ব শেষ কয়েকজন শিক্ষক তার বাড়ি গিয়ে সেগুলো ফেরতের অনুরোধ জানানো হলে তিনি হুমকি-ধামকি প্রদর্শন করেন। এবিষয়ে কলেজ কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গুলো উদ্ধারের দাবিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।