নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা প্রতিবন্ধী পূর্ণবাসন কল্যাণ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, শ্যামনগর প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোকছেদ আলী, কালিগঞ্জ প্রতিবন্ধী পূর্ণবাসন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল খালেক, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলার সভাপতি শফিকুল ইসলাম, প্রতিবন্ধী পূর্ণবাসন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদিকা নাজমা খাতুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের নামে প্রতিবন্ধীদের ঠকানো হচ্ছে। তাদের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে কতিপয় ব্যক্তি। অথচ তাদের কোন কার্যক্রম নেই। অবিলম্বে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, প্রতিবন্ধী পূর্ণবাসন সমিতির নামে মিথ্যা ও ভূয়া রিপোর্ট বাতিল এবং প্রতিবন্ধীদের টাকা আত্মসাতকারী অরুণ এর জামিন বাতিল পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে জেলার ৩শ প্রতিবন্ধী পরিবারের মাঝে সিমাই চিনি বিতরণ করা হয়