রাজনীতি

ডা: রুহুল হক এমপিকে হেয় প্রতিপন্ন করায় আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটায় বিক্ষোভ

By Daily Satkhira

February 26, 2017

 সাতক্ষীরা-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য, ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে বসবাসরত জেলা আওয়ামীলীগের উপস্থিত নেতৃবৃন্দের এক জরুরিসভা সংগঠনের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ গত শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা: আফম রুহুল এমপি’র কুশপুত্তলিকা দাহের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। এঘটনায় জড়িত ষঢ়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার দুপুর থেকে সাতক্ষীরার আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটায় মানববন্ধন, ঝাড়–মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অহেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য এস এম সেলিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। প্রকৃত সাংবাদিকদের প্রতি সাংসদ অধ্যাপক রুহুল এমপি মহোদয়সহ আমাদের রয়েছে শ্রদ্ধার স্থান। সাংবাদিকদের মান মর্যাদা রক্ষা করতে আমরা বদ্ধ পরিকর। এছাড়া সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রুহুল হক এমপিসহ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জননেতা রুহুল হক এমপি মহোদয় বাংলাদেশের জাতীয় সম্পদ। তিনিই একমাত্র সাতক্ষীরার সন্তান যিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া তিনি সাতক্ষীরার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কারণে আমরা সাতক্ষীরার মত স্থানে মেডিকেল কলেজ পেয়েছি। কিন্তু সাংবাদিক নামধারী কতিপয় দুস্কৃতিকারী এ উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। ডা: আ.ফ.ম রুহুল হক এমপির মান মর্যাদা নষ্ট করতে গত শনিবার সাতক্ষীরায় সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত একটি সাংবাদিক সংগঠনের মানববন্ধনে আকস্মিকভাবে তার কুশপুত্তলিকা দাহ করে। যা কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটাসহ সাতক্ষীরার সর্বস্তরের মানুষের মনে দাগ কেটেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও এটা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এদিকে একই ঘটনায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপি’র চরিত্রহননের অপচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার দুপুরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে সাবেক সংসদ সদস্য ডা: মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ সেক্রেটারি মনিরুজ্জামান বিপুলের পরিচালনায় সমাবেশে উপজেলা আ.লীগের সেক্রেটারি এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু ও সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার ররহমান, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আ’লীগ নেতা ঢালী সামছুল আলম, শম্ভূজিত মন্ডল, আবু সাঈদ, ইয়াহিয়া ইকবাল, আক্তারুজ্জামান, শ্রমিকলীগ সভাপতি প্রভাষক মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ুন কবীর সুমন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, তরুণলীগ সভাপতি সেলিম রেজা, ওমর সাকি পলাশসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।’ একই দাবিতে আজ দেবহাটায় আ.লীগ এর বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পারুলিয়া বাসস্টান্ড হতে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে সখিপুর ব্রিজ ও বাজার প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস সাহাদাত নফর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা শ্রমীকলীগের সভাপতি ইয়ামিন মোড়ল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা। বিকাল ৪টায় আশাশুনিতে শোভনালী ইউনিয়ন কাউন্সিলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি সঞ্চয় কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন, শম্ভুজিত ম-লসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা।

জেলা আ.লীগের নিন্দা: এদিকে, রবিবার সন্ধ্যাায় সাতক্ষীরা শহরে বসবাসরত জেলা আওয়ামীলীগের উপস্থিত নেতৃবৃন্দের এক জরুরিসভা সংগঠনের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ গত শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা: আফম রুহুল এমপি’র কুশপুত্তলিকা দাহের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আশা করেছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে পারতেন। কিন্তু তা না করে সাতক্ষীরার গর্ব, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজের রূপকার প্রফসর ডা: আ ফ ম রুহুল হকের সুনাম ক্ষুণœ করায় জেলা আওয়ামীলীগের সকলের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন জেলা সভাপতি মুনসুর আহমেদ। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।