দেবহাটা

কুলিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

By daily satkhira

May 17, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটার কুলিয়ার শশাডাঙ্গা গ্রামে ২ ভাইয়ের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরবর্তী দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহযোগীতা প্রদান করেন। জানা গেছে, বৃহষ্পতিবার বিকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের মৃত মালেক সানার ২ ছেলে ফারুক সানা (৪২) ও করিম সানা (৩৭) এর বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আকর্ষ্মিক এই অগ্নিকান্ডে মূহুর্তের মধ্যে তাদের ২ ভাইয়ের বসতঘর ২ টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া তাদের একটি দোকান ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়। সংবাদ পেয়ে বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ঘটনাস্থলে যান। পরে শুক্রবার সকালে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্থ ২ ভাইকে নগদ ১০ হাজার টাকা, ৫০ কেজি চাল, আলু, তেল, ডালসহ বিভিন্ন মালামাল প্রদান করেন। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনাস্থলে যান। এসময় উপজেলা চেয়ারম্যান তাদেরকে ১০ হাজার নগদ টাকা, ১০০ কেজি চাউল বিতরন করেন। উপজেলা চেয়ারম্যান জানান, ক্ষতিগ্র্স্থ পরিবারকে তাৎক্ষনিকভাবে সহযোগীতা করা হলো এবং পরে উপজেলা পরিষদের মাধ্যমে সাহায্য করা হবে।