সাতক্ষীরা

পরিবহন ধর্মঘটকে পুঁজি করে সাতক্ষীরায় চাঁদাবাজি !

By Daily Satkhira

February 27, 2017

হাসান হাদী : চুয়াডাঙ্গার বাস চালক জামির হোসেনের যাবজ্জীবনের রায়ের প্রতিবাদে ১০ জেলায় ডাকা পরিবহন ধর্ম চলছে। এর অংশ হিসাবে সাতক্ষীরাও বন্ধ রয়েছে ভারী যান চলাচল। এ সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে সাতক্ষীরার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। সূত্র জানা গেছে, শহরের ইটাগাছা ভিআইপি ট্যাক, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন ও নারকেলতলা শ্রমিক ইউনিয়ন দুরদূরান্ত থেকে আসা ভারি যানবাহন আটক করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিচ্ছেন। টাকা না দেওয়া পর্যন্ত এসব পরিবহন আটক রাখা হচ্ছে। ওই পরিবাহন চালকরা জানান গাড়ি প্রতি এসব ইউনিয়নকে দিতে হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার টাকা। এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের পরিবহনের ক্ষতি সাধনে হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে জানা গেছে। এবিষয়ে ইটাগাছা ভিআইপি ট্যাক, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর সাহিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ থাকায় সম্ভব হয়নি। এছাড়া নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অর্থ-সম্পাদক আশরাফুজ্জামান ময়না বলেন, ইউনিয়নে এসব একটু হয়ে থাকে। ওসব ধরলে চলে না।