শিক্ষা

বদ্দিপুর প্রাইমারিতে সনাকের মতবিনিময় ও দুর্নীতিবিরোধী ভিডিও নাট্য প্রদর্শন

By Daily Satkhira

February 27, 2017

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার বেলা ১০.৩০ ঘটিকায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা ও বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষা কতৃপক্ষ, এসএমসি, শিক্ষক ও অংশীজনের সাথে সনাকের মতবিনিময় অনুষ্টিত হয়। সনাক সভাপতি ড. দিলারা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খাতুন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো রফিকুল হাসান ফারুক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। সনাক সদস্য মো. তৈয়েব হাসান তাঁর বক্তরব্য মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সনাক সভাপতি বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিআইবি ও সনাকের প্রত্যাশার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে এসএমসি ও শিক্ষকদের মধ্যে সমন্বয়, এসএমসি’র দায়-দায়িত্ব, শিক্ষক উপস্থিতি শত ভাগ করা, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধির জন্যমা ও অভিভাবকদের নিয়ে এসএমসি কর্তৃক উঠান বৈঠক আয়োজন, অভিভাবকদের বিদ্যালয়ের সমস্যায় এগিয়ে আসা, নিয়মিত যোগাযোগ রাখা, এসএমসির সভায় সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহন ও মতামত দেয়া, বিশেষ করে নারীদের কার্যকর অংশগ্রহণের ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বিদ্যালয়ের সেবা সংক্রান্ত সকল তথ্য সহজলভ্য করার সিদ্ধান্ত হয়। মুক্ত আলোচনার প্রস্তাব ও সিদ্ধান্তের আলোকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। এসময় অন্যান্যের মাঝে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াসমিন আক্তার, রহিমা খাতুন, নাহিদাল আরজিনসহ অন্যান্য শিক্ষক ও এসএমসি সদস্য, অভিভাবক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে এসএমসি, শিক্ষক ও অভিভাবকগণকে একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। এদিকে একইদিন ব্রক্ষ্ররাজপুর ডি.বি ইউনাইটেড হাই স্কুল হলরুমে বিকাল ৫ টায় দুর্নীতিবিরোধী ভিডিও নাট্য প্রর্দশন করা হয়। এসময় ব্রক্ষ্ররাজপুর ইউনিয়নের চেয়াম্যান মো. শহীদুল ইসলাম এবং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।