সাতক্ষীরা

মিলেমিশে একাকার হয়ে গেছে গাবুরার ঐতিহ্যবাহী সরদার পরিবার

By daily satkhira

May 18, 2019

প্রেস বিজ্ঞপ্তি : মিলেমিশে একাকার হয়ে গেছে শ্যামনগরের গাবুরা এলাকার ঐতিহ্যবাহী কিতাবদী সরদারের উত্তরসূরিরা। শনিবার বাদ যোহর কিতাবদী সরদারের ১৪০ জন উত্তরসূরি একত্রে বসে সকলের মধ্যকার ক্ষোভ ও দু:খের মুছে ফেলে আজ থেকে ঐক্যবদ্ধভাবে চলার সিদ্ধান্ত গ্রহণ করে। ওই পরিবারের সদস্য মিজানুর রহমান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা ও নাপিতখালী গ্রামের সুইচ গেট সংলগ্ন ঐতিহ্যবাহি সরদার পরিবারটি নিজের মধ্যে ভুল বুঝা-বুঝির কারণে দীর্ঘদিন একের অন্যের সাথে বিরোধ ছিলো। কিন্তু আজ থেকে সকল সদস্য অতীতের সকল হিংসা-বিভেদ ভুলে আগামীতে ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করবেন বলে ইফতারের পূর্ব মূহূর্তে শপথ গ্রহণ করে। পরবর্তীতে বংশের মুরুব্বী মরহুম কেতাবদী সরদারের কবর জিয়ারত করা হয়।