সাতক্ষীরা

সাতক্ষীরায় তথ্য অধিকার আইন সম্পর্কিত জনঅবহিতকরন সভা

By daily satkhira

May 19, 2019

আসাদুজ্জামান ঃ তথ্যপ্রপ্তি সহজ করতে সরকার তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে জনগন সরকারি ও বে-সরকারি সকল দপ্তর থেকে সব ধরনের তথ্য জনগন জানতে পারবে। এই আইনের প্রয়োগ যত বেশী হবে সমাজ থেকে দূর্নীতি তত দ্রুত কমে যাবে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত জনঅবহিতকরন সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, তথ্য কমিশন সচিব তৌফিকুল ইসলাম, তথ্য কমিশন এর পরিচালক (প্রশাসন) জে.আর শাহরিয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সহকারি কমিশনার (ভুমি) রনি আলম প্রমূখ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ দুই শতাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।