নিজস্ব প্রতিবেদক : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। নিহত মুক্তিযোদ্ধার নাম আবুল কালাম আজাদ। মঙ্গলবার ভোর তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম আব্দুল হামিদ। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ঘোনা গ্রামে।
আটককৃতরা হলো,মোমিনুর রহমান, তার ভাই ওয়াহিদুর রহমান, মুন্না হোসেন ও রনি রহমান। সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা মোবারকের মোড়ের রড সিমেন্ট ব্যবসায়ি আক্তারুজ্জামান শিমু জানান, একই গ্রামের আব্দুর রশীদ দালালের ছেলে আরিফুর রহমানের কাছে তিনি মালামাল বিক্রির জন্য ৪ হাজার টাকা পান। বারবার চাওয়ার পরও টালবাহানা করায় তার বাবা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সোমবার রাত সাতটার দিকে আরিফুরের কাছে বকেয়া টাকা চান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আরিফুর, ভাই মোমিনুরসহ কয়েক ভাই তাকে মারপিট করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তিনটার দিকে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইকবাল মাহমুদ জানান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে সোমবার রাত ১০টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর তিনটার দিকে তিনি মারা যান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফিরোজ হোসেন মোল্লা জানান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের উপর হামলার অভিযোগে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ নিয়ে থানায় কোন মামলা হয়নি।